শুক্রবার, ডিসেম্বর ২৭

বিএনপি আদালত মানে না, আইন মানে না, বিচার মানে না: কাদের

0

ঢাকা অফিস: বিএনপিকে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি ও তার দোসররা ষড়যন্ত্র-চক্রান্ত করছে। নৈরাজ্য করে আজকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকার করার অশুভ পায়তারা করছে। কিন্তু, আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ড ঘটালে সরকার সমুচিৎ ব্যবস্থাই গ্রহণ করবে। নৈরাজ্য-বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ রবিবার (১ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আসন্ন ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে সাজসজ্জা উপকমিটির প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আদালত মানে না, আইন মানে না, বিচার মানে না। আদালত প্রাঙ্গণেও তারা নৈরাজ্য সৃষ্টি  করেছে। আমরা যথেষ্ট সুসংগঠিত। রাজনীতিকে আমরা রাজনীতি দিয়ে মোকাবিলা করবো। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আসুন,  আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সরকারি দল টাকা বানানোর রোগে আক্রান্ত’ বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  ‘দুর্নীতির জন্য আপনারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন। বিকল্প পাওয়ার সেন্টার করে, হাওয়া ভবনকে টাকা বানানোর মেশিন বানানো হয়েছিল। আমাদের সম্পদ হলো জনগণ। আমাদের মধ্যে যারা অপরাধ করবে,  দুর্নীতি করবে; তাদের রেহাই নেই। শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে শেখ হাসিনা তার প্রমাণ দিয়েছেন।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের  সদস্যসচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন প্রমুখ।

Share.