বুধবার, ডিসেম্বর ২৫

বিএনপি আর রাজনীতিতে জোয়ারের দেখা পাবে না: কাদের

0

ঢাকা অফিস: আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, বিএনপি আর রাজনীতিতে জোয়ারের দেখা পাবে না। তারা ভাটাতেই থাকবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির গণজোয়ার দাবি দিবাস্বপ্ন বলেও মন্তব্য করেন। মঙ্গলবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুঃসময়ের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। ত্যাগী কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের গণতন্ত্র বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের উন্নয়ন বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের অর্জন হবে না। তাই যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। নেতাকর্মীদের নসিহত করে তিনি বলেন, ক্ষমতার অহংকার পতনের কারণ যেন না হয়। ক্ষমতা যেন আমাদের নেতা কর্মীদের বিনয়ী করে, অহংকারী নয়। বিনয়ী যত হবেন তত আপনি বড় হবেন। বিনয়ী হলে জনগণ আরো ভালোবাসবে। ‘রোহিঙ্গাদের আমরা মানবিক সাহায্য করেছি সেই মানবিক সাহায্য এখন আমাদেরকে মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে।’

Share.