শুক্রবার, ডিসেম্বর ২৭

বিএনপি চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করছে: কাদের

0

ঢাকা অফিস: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সংগ্রাম চলছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ সতর্ক পাহারায় ছিল এবং থাকবে। শুক্রবার (১০ নভেম্বর) সকালে গুলিস্তানে শহীদ নূর হোসেনের সম্মানে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, এ দেশের গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ সংগ্রাম করেছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে নূর হোসেন শহীদ হয়েছেন, তা ম্লান করতে চায় বিরোধী অপশক্তি। তা আওয়ামী লীগ হতে দেবে না। এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক আব্দুস সবুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ দপ্তর সায়েম খান, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম উপস্থিত ছিলেন। সকাল থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও নূর গোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

Share.