শনিবার, নভেম্বর ২৩

বিএনপি তাদের পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনে না এসে সহিংসতার পথ খুঁজছে: আসাদুজ্জাসান খান

0

ঢাকা অফিস: যাদের কোনো কিছু করার থাকে না তারাই সরকার পতন ঘটাবে বলে ফাঁকা আওয়াজ দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাসান খান। মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, বিএনপি বা তারেক রহমানের এসব কথায় দেশের মানুষ আস্থা নেই। মানুষ এখন নির্বাচন উৎসবে ব্যস্ত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করবে বলে উন্মুখ হয়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীনে। তাদের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী দেশের নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কাজ করছে। মন্ত্রী আরও বলেন, বিএনপি তাদের পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনে না এসে সহিংসতার পথ খুঁজছে। দেশের মানুষ আগের মতো আর তাদেরকে এ ধরনের সহিংসতা করতে দেবে না। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যতই চেষ্টা করুক নাশকতা করার সেটা তারা পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসুক সেটা আওয়ামী লীগ চায়। একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হলে মানুষেরও উৎসাহও বাড়ে। তবে বিএনপি নেতারাই বলছেন দলের চেয়ারম্যানের কথায় আস্থা নেই তাদের। তারা নির্বাচনে আসতে চায়। তারেক রহমানকে নেতা হিসেবেও মানছে না। আসাদুজ্জামান খান বলেন, বিএনপির অনেক নেতাই স্বতন্ত্র থেকে নির্বাচনে আসবে। তাই দল হিসেবে বিএনপি না আসলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকই হবে। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির লোক এসেই আমাদেরকে বলে তারা নির্বাচনে আসতে চায়। তাদেরকে দমানোর জন্যই তারেক রহমান সরকারকে নিয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছে।

Share.