বিএনপি বিদেশিদের উপর নির্ভর করলে আন্দোলন বাদ দিয়ে ঘরে ঘুমাতো: মঈন খান

0

ঢাকা অফিস: বিএনপি বিদেশিদের উপর নির্ভর করলে আন্দোলন বাদ দিয়ে ঘরে ঘুমাতো বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন। তিনি বলেন, বিএনপি বিদেশিদের উপর নির্ভর করলে আন্দোলন বাদ দিয়ে ঘরে ঘুমাতো। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মঈন খান বলেন, বিএনপি বিদেশিদের উপর নির্ভর করলে আন্দোলন বাদ দিয়ে ঘরে ঘুমাতো। ক্ষমতা নয়, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করে বিএনপি। সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক প্রসঙ্গে বলেন, পশ্চিমারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। তাদের নীতিমালা অনুযায়ী তারা কাজ করছে।

Share.