বুধবার, জানুয়ারী ২২

বিএনপি মহাসচিবের সঙ্গে নেপাল রাষ্ট্রদূতের বৈঠক

0

ঢাকা অফিস: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ডিপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকটি সকাল সাড়ে দশটায় শুরু হয় এবং এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকে নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। উভয় পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্বারোপ প্রাধান্য পাবে।

Share.