মঙ্গলবার, জানুয়ারী ১৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ ৪ নেতার আগাম জামিন

0

ঢাকা অফিস: সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির চার নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে এই সময়ের মধ্যে তাদের ঢাকার দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বাকি নেতারা হলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও কায়সার কামাল। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতে আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।এদিন আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ।

Share.