শুক্রবার, ডিসেম্বর ২৭

বিএনপি সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত যুবদল নেতার হাসপাতালে মৃত্যু

0

ঢাকা অফিস: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত মুগদা থানা যুবদলের ৭নং ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি শামীম মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন । জানা যায়, শামীম মোল্লার বাবার নাম ইউসুফ মোল্লা। আজ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। এদিকে ফকিরাপুলে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। এর আগে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন। ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দাবি করেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়া হয়েছে।

Share.