বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

0

ঢাকা অফিস: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত হয়েছে। আহতরা হলেন লিটন (২৫), রাজু (২৩) এবং আনোয়ার (২৬)। আজ রোববার বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মাসুদপুর সীমান্তের ৭১ ও ৭২ নম্বর সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আহতরা ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের ছররা গুলিতে আহত হয়েছে। সীমান্তের একটি সূত্র জানায়, রোববার বাংলাদেশ সময় ভোর রাত ৩টার দিকে ৪০-৫০ জনের একটি চোরাকারবারী দল মাসুদপুর সীমান্তের ৭১ ও ৭২ নম্বর সীমান্ত পিলারের মধ্য দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে লিটন, রাজু ও আনোয়ার আহত হয়। এদের মধ্যে লিটন ও রাজু গোপনে চিকিৎসা নিলেও আনোয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বুকের বামে বগলের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে। সূত্রটি আরও জানায়, আহতরা ফেনসিডিল ও গরু চোরাচালানের সাথে জড়িত বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সামসুল আলম শাহ জানান, একজন আহত হয়েছে বলে তিনি বিভিন্ন সূত্রে জেনেছেন।

Share.