সোমবার, ডিসেম্বর ২৩

বিকল্প পদ্ধতি ব্যবহার করে বাবা হচ্ছেন সালমান খান!

0

বিনোদন ডেস্ক: সারোগেসির মাধ্যমেই বাবা হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। সম্প্রতি এমন গুঞ্জনই চলছে বলিউড পাড়ায়। এ বিষয়ে সালমান খানকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ মুহূর্তে বিয়ের কোনো করার পরিকল্পনা নেই তার। সারোগেসির মাধ্যমে বাবা হবেন কিনা এ প্রশ্নের উত্তরে সালমান বলেন, তাদের বাড়িতে অনেক ছোট ছোট সদস্য আছে। ডিসেম্বরে তাদের পরিবারে আরও একজন নতুন অতিথি আসতে চলেছে। তাই নতুন করে আর কোনো সদস্যের প্রয়োজন নেই বলে ইঙ্গিত দেন সালমান। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সালমান অভিনীত ‘দাবাং থ্রি’। এ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। সালমান, সোনাক্ষীর ছাড়াও এ সিনেমায় দেখা যাবে সাই মঞ্জরেকর এবং কিচা সুদীপকে।

Share.