বুধবার, জানুয়ারী ২২

বিকেল থেকে বন্ধ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

0

ঢাকা অফিস: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এই সময়ে কোন বিমান উঠানামা করবে না। টার্মিনালসহ সবকিছু বন্ধ থাকবে বলেও জানানো হয়। ঢাকার রাজপথ এখন সাধারণ জনতার দখলে। আজ সোমবার দুপুর থেকে রাজধানীর পথে পথে আন্দোলনকারী সাধারণ জনতার বিজয় উল্লাস করতে দেখা গেছে। ছাত্র জনতাসহ গণভবনে ঢুকে পড়েছেন হাজারো মানুষ। সেখানেও বিজয় উল্লাসে মেতে উঠেছে হাজার হাজার মানুষ।

Share.