বিক্ষোভের মধ্যে লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ

0

ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে গত মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের পর বিক্ষোভ মিছিল এবং পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে চলমান অচলাবস্থার মধ্যে পদত্যাগ করলেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার কারণে এর দায় স্বীকার করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন মানাল। সেখানে তিনি বলেন, বৈরুতে বিরাট বিপর্যয়ে আমি লেবাননিজদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা তাদের প্রত্যাশাপূরণ করতে পারিনি।  আমি সরকার থেকে পদত্যাগ করেছি। বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। বিস্ফোরণের ওই ঘটনায় এ পর্যন্ত ১৬০ জন নিহতের পাশাপাশি ৬ হাজার আহত হয়েছেন। শনিবার লেবাননের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার নেতৃত্বে একদল আন্দোলনকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দখলের ঘোষণা দিয়েছেন। বিক্ষোভ মিছিলের পর আন্দোলনকারীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে ঢুকে পড়েন। দখলের এ ঘটনা দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভবনের সামনে দাঁড়িয়ে সাবেক সেনা কর্মকর্তা সামি রামমাহ হ্যান্ডমাইকে বলেন, বিপ্লবের অংশ হিসেবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দখল করছি। লেবাননের ভারাক্রান্ত সব মানুষ দুর্নীতির বিচার চায়।

Share.