বিক্ষোভে উত্তাল উত্তরপ্রদেশে আরও ৩ জনের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: বিক্ষোভ ও সহিংসতায় উত্তরপ্রদেশে আরও তিনজন প্রাণ হারিয়েছে। এ নিয়ে ভারতের ওই রাজ্যে গত দু’দিনে নয়জনের মৃত্যু হলো। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাধে। দু’পক্ষের সংঘর্ষে নয়জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। উত্তরপ্রদেশে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১১ জন নিহত হয়েছে। এদিকে উত্তরপ্রদেশ পুলিশের মহাপরিদর্শক ওপি সিং দাবি করেছেন, বিক্ষোভকারীদের একজনও পুলিশের গুলিতে নিহত হয়নি। তিনি বলেন, আমরা একটি বুলেটও নিক্ষেপ করিনি। অপর এক কর্মকর্তা বলছেন, যদি গোলাগুলির ঘটনা ঘটেও থাকে তবে তা বিক্ষোভকারীদের দিক থেকেই হয়েছে। পুলিশ জানিয়েছে, বিজনোর এলাকায় দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। অপরদিকে সামভাল, ফিরোজাবাদ, মেরুত এবং কানপুরে একজন করে বিক্ষোভকারী নিহত হয়েছে। দু’পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর উত্তরপ্রদেশের অন্তত ১৩টি জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজ্যের জারিকৃত কারফিউ উপেক্ষা করে হাজার হাজার মানুষ বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশ লাঠি চার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

Share.