শনিবার, ডিসেম্বর ২৮

বিখ্যাত লেখক মিলান কুন্ডেরা আর নেই

0

ডেস্ক রিপোর্টচেক লেখক মিলান কুন্ডেরা আর নেই। ‘দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিয়িং’-এর লেখক ৯৪ বছর বয়সে মারা গেছেন। তিনি কমিউনিস্ট শাসিত চেকোস্লোভাকিয়ায় একজন ভিন্নমতের লেখক ছিলেন। এ কারণে তাকে নির্বাসিত হতে হয়। বুধবার চেক গণমাধ্যমগুলো জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে তিনি মারা যান। বিভিন্ন পুরস্কার বিজয়ী এ লেখকের চিন্তা-ভাবনা, অনুভূতি, বিশ্বাস এবং সেইসাথে যৌনতা আর সম্পর্কের বিষয়ে লেখা উপন্যাসগুলো খুবই বিখ্যাত। তার বিখ্যাত গ্রন্থ ‘দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিয়িং’-তে কুন্ডেরা কমিউনিস্টবিরোধী আন্দোলন প্রাগ বসন্তের পটভূমিতে একটি ত্রিভুজ প্রেমের গল্প বলেছিলেন। ১৯৮৪ সালে এ মহাকাব্যিক উপন্যাসটি তাকে আন্তর্জাতিক সাহিত্যিক তারকাতে পরিণত করেছিল।

Share.