ঢাকা অফিস: গত শুক্রবার করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ রয়েছে। রবিবার সকালে ভার্চুয়ালি আদালতে যুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই সিদ্ধান্তের কথা জানান। প্রধান বিচারপতি বলেন, বিচারপতি নাজমুল আহাসানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আজকের জন্য বন্ধ রাখা হলো। এর আগে আদালতের কার্যক্রম শুরু হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘কর্মরত বিচারপতি নাজমুল আহাসান গত শুক্রবার মারা গেছেন। এর আগে দুজন কর্মরত বিচারপতি মারা যাওয়ায় আদালতের কার্যক্রম চলেনি। এই ঐতিহ্য ও রীতি মেনে প্রার্থনা রাখছি, যদি আজ কোর্ট বন্ধ রাখতেন। উনি আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত হয়েও শপথ নিতে পারেননি।’ পরে প্রধান বিচারপতি এই আদেশ দেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ছয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ ও বরিশালের টাউনহলে জানাজা শেষে বরিশালের মুসলিম কবরস্থানে তাকে সমাহিত করা হয়
বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ
0
Share.