শুক্রবার, জানুয়ারী ২৪

বিচ্ছেদের খবরের একমাস পর পুতুলের বিয়ে

0

বিনোদন ডেস্ক: একমাস আগে অর্থাৎ ১৪ মার্চ নিজের বিবাহবিচ্ছেদের খবর এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। আর ১৩ এপ্রিল মধ্যরাতে গায়িকা একই মাধ্যমে জানালেন নতুন সংসারজীবন শুরুর কথা।জানা গেছে, পুতুলের নতুন বর অস্ট্রেলিয়াপ্রবাসী ব্যাংকার সৈয়দ রেজা আলী। এ ছাড়া স্বামী রেজার কম্পোজিশনে বেশ কিছু গানে কণ্ঠও দিয়েছেন পুতুল।ফেসবুক স্ট্যাটাসে পুতুল জানিয়েছেন, ‘আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেওয়ার কথা ভাবেন রেজার বাবা-মা। আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘণ্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ।’২০১৯ সালের মার্চে পুতুল কানাডাপ্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মত ও আদর্শে মিল না হওয়ায় এই সম্পর্কের ইতি টেনেছেন বলে গেল মাসে জানিয়েছিলেন গায়িকা।

Share.