ঢাকা অফিস: রাজধানীর বিজয় সরণিতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ নভেম্বর) সকালে এই ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন করেন তিনি। এই প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য রয়েছে। এছাড়া প্রাঙ্গণে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধন-দৌলত নয়, শিক্ষাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এ সময় সরকার প্রধান আরও বলেন, বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে মর্যাদা পেয়েছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে-এগিয়ে যাবে। তিনি বলেন, গত ১৫ বছরের অগ্রগতি ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে।
বিজয় সরণিতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন
0
Share.