বিজিবিকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: শেখ হাসিনা

0

ঢাকা অফিস: শৃঙ্খলার ব্যাঘাত না ঘটিয়ে চেইন অব কমান্ড মেনে কাজ করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ মার্চ) সকালে পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজিবিকে বিশ্বমানের আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিজিবিকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। তাদের উন্নত প্রশিক্ষণের জন্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিরক্ষায় সদা অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও দেশের অভ্যন্তরে অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে এগিয়ে যাবে বিজিবি এটাই আমার প্রত্যাশা।

Share.