বৃহস্পতিবার, নভেম্বর ১৪

বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ মাদক পাচারকারী আটক

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা, একটি ওয়ান শ্যুটার গান (এলজি), এবং এক রাউন্ড গুলিসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খবরটি নিশ্চিত করেছেন, বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি টহলদল নাফ নদীর আনোয়ার প্রজেক্ট এলাকায় অভিযান পরিচালনা করে। রাত ৯টা ১০ মিনিটের দিকে একটি নৌকায় তিনজনকে সীমান্ত অতিক্রম করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও একজনকে আটক করা সম্ভব হয়। পরবর্তীতে নৌকা তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা, একটি ওয়ান শ্যুটার গান, এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি টেকনাফ লেদা এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা মোঃ নূর রশিদ (২৫), যিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত এবং এফডিএমএন ক্যাম্পের আবুল কালাম ডাকাত দলের সক্রিয় সদস্য। বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সামগ্রী নিয়মিত মামলার আওতায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share.