বুধবার, ডিসেম্বর ২৫

বিদেশি মদসহ আলফাডাঙ্গায় যুবক গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদেশি মদসহ সিক্ত রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সিক্ত রায় আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামের সমরেশ রায়ের ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে আলফাডাঙ্গা থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক লিটার বিদেশি মদসহ সিক্ত রায়কে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদে বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share.