বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি যাবে ইউএনও-ডাক্তার-পুলিশ!

0

 ঢাকা অফিস: চাটখিল উপজেলায় বিদেশ ফেরতদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালাবে চাটখিল উপজেলা প্রশাসন। থাকবে ডাক্তার পুলিশসহ একটি টিম। এদিকে উপজেলা প্রসাশনের উদ্দ্যােগে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মাইকিং করা হবে। জুমা’র দিন মসজিদে মসজিদে চিঠি বিতরণ করা হবে। চাটখিল উপজেলার নির্বাহী অফিসার দিদারুল আলম গণমাধ্যমকে বলেন, চাটখিলের প্রতিটি লোককে সচেতন হতে হবে। আমাদের পক্ষে সব কিছু সমাধান করা সম্ভাব নয়। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১ মাসে চাটখিলে যে কয়েকজন প্রবাসী বাংলাদেশ এসেছে, তাদের সবার তালিকা সংগ্রহ করা হয়েছে। তবে ১৪ দিন পূর্বে যারা দেশে এসেছে তাদের ব্যাপারে আইনআনুগ ব্যবস্থাসহ সকল কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে তিনি চাটখিল উপজেলার প্রতিটি নাগরিককে সচেতন হওয়ার জন্য ও সাংবাদিকদের প্রচার করার জন্য আহ্বান জানান।

Share.