শুক্রবার, জানুয়ারী ২৪

বিদ্যুতের তারে জড়িয়ে হবিগঞ্জে ২ জনের মৃত্যু, ইনচার্জ বরখাস্ত

0

বাংলাদেশ থেকে হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে নদীতে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ২জন নিহত হওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। বুধবার (১৭ আগস্ট) সকালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মোতাহার হোসেন এ তথ্য জানিয়েছেন। সাময়িক বরখাস্ত হওয়া মোস্তাফিজুর সমিতির বানিয়াচং উপজেলা কার্যালয়ে অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন। মোঃ মোতাহার হোসেন জানান, প্রাথমিকভাবে কর্তব্যে গাফিলতির প্রমাণ পাওয়ায় অভিযোগ কেন্দ্রের ইনচার্জকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি যদি দায়িত্বরত আরও কারো গাফিলতির প্রমাণ পায় তাকেও বরখাস্ত করা হবে। এছাড়া ঝুলে থাকা লাইনটির মেরামত কাজ চলছে। বানিয়াচং উপজেলার বাল্লা মধুপুর গ্রামে রত্না নদীর উপর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইন লুজ হয়ে ঝুলে ছিল। গত দিবাগত রাতে সোমবার ও মঙ্গলবার ভোর সকালে নৌকায় করে যাওয়ার সময় সেখানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

Share.