বিদ্যুৎ গ্রিডে রাশিয়ার হামলায় ‘ব্ল্যাকআউটের’ শিকার ইউক্রেন

0

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একাধিক অঞ্চলে রবিবার গভীর রাতে বিদ্যুতের ঘাটতি এবং ব্ল্যাকআউট দেখা গিয়েছে। মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার কারণে এমনটি ঘটেছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আরটির। শনিবার যুদ্ধের অন্যতম প্রধান একটি ফ্রন্টলাইন থেকে পিছু হটতে হয়েছে রাশিয়াকে, ছেড়ে দিতে হয়েছে উত্তরপূর্ব খারকিভ অঞ্চলে তাদের সবচেয়ে শক্তিশালী দুর্গ ইজিয়ুমকে। তাই পিছু হটার প্রতিশোধ নিতে বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে রাশিয়া। এমনটাই অভিযোগ ইউক্রেনের। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, যেসব লক্ষ্যে প্রতিশোধমূলক হামলাগুলো চালানো হয়েছে তারমধ্যে খারকিভের একটি পানি শোধনাগার ও তাপবিদ্যুৎ কেন্দ্র আছে আর এর ফলে ব্যাপক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে দৃশ্যত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত অংশকে উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, সম্পূর্ণ ব্ল্যাকআউটের শিকার হয়েছে খারকিভ এবং দোনেৎস্ক অঞ্চল। সুমি, নিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, জাপোরোঝিয়া এবং ওডেসা অঞ্চলগুলোও আংশিক ব্ল্যাকআউটের শিকার হয়েছে। জেলেনস্কির দাবি, এই ঘটনার জন্য ‘রাশিয়ান সন্ত্রাসীরা’ দায়ী। এখন পর্যন্ত মস্কোর পক্ষ থেকে এই বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। তারা জড়িত থাকার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কিছুই করেনি। ঘটনাটি কৃষ্ণ এবং কাস্পিয়ান সাগরে অবস্থানরত রাশিয়ান জাহাজ থেকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পূর্বে ঘটেছে। ব্ল্যাকআউটের প্রভাব পড়েছে ইউক্রেনীয় রেলওয়ের কার্যক্রমে। সারাদেশে রেল যোগাযোগে বিলম্ব হচ্ছে বলে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি অনলাইন ফুটেজে পূর্বাঞ্চলীয় শহর খারকিভের পাতাল রেল ব্যবস্থা স্থগিত থাকতে দেখা গেছে। ইউক্রেনীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, জরুরি পরিষেবাগুলো এখন পর্যন্ত শুধু পোল্টাভা, সুমি এবং নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

Share.