ঢাকা অফিস: রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসের উদ্যোগে বিনাটিকিটে রেল ভ্রমণের দায়ে ৮০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ঈশ্বরদী-ঢাকা রেলরুটের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে ব্লকচেকিং করে ওই যাত্রীদের জরিমানা করা হয়। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ বলেন, ঈদের ফিরতি যাত্রায় ঢাকা অভিমুখে পৌঁছাতে টিকিট ছাড়াই অতিরিক্ত যাত্রী ট্রেনে চড়ছেন। এতে টিকিট না কেনার প্রবণতা বেড়েছে কিছু যাত্রীর। টিকিটবিহীন বেশিরভাগ যাত্রী মূল স্টেশন এলাকার বাইরে কিংবা মাঝপথেই উঠছেন। তিনি বলেন, ঈশ্বরদী-ঢাকা রেলরুটের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে ঝটিকা অভিযান চালিয়ে ৬৭ হাজার ৫৬০ টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে অন্যদের মধ্যে ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বরকতউল্লাহ আল আমিন, শফিকুর রহমান, ইয়াসির আরাফাত, মেহেদী হোসেন খান, গোলাম কিবরিয়া, হালিমুজ্জামান, রবিউল ইসলাম, কামরুজ্জামান প্রমুখ।রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক জানান, ট্রেন ছেড়ে আসা স্টেশন থেকে টিকিটবিহীন কোনো যাত্রী ঢুকতে দেয়া হচ্ছে না। কিন্তু বেশিরভাগই মাঝপথে ট্রেনে উঠে পড়ছে। এভাবে যারা আসছেন তাদের আমরা জরিমানা করছি।
বিনাটিকিটে ট্রেনে, ৮০ যাত্রীর জরিমানা
0
Share.