বিনোদন দুনিয়াতে ফের করোনা হানা!

0

বিনোদন ডেস্ক: সারাবিশ্বে ফের করোনা সংক্রমণ বাড়ছে। বিনোদন দুনিয়াতেও করোনা দিয়েছে হানা। বলিউডের মতোই টলিউডেও ফি-দিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পরিচালক মণি রত্নম করোনায় আক্রান্ত চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।  সোমবার থেকে জ্বরে কাবু ইশিকা দে। কিছু দিন আগেই তিনি কলকাতায় তাঁর নতুন বাংলা সিরিজ ‘আয়না’-র শ্যুট করে গিয়েছেন। পাশাপাশি, মুম্বইতেও তিনি শ্যুটে ব্যস্ত। ফলে, কী ভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন জানা যায়নি। তবে তাঁর জ্বর ১০২-এর উপরে। উঠতে পারছেন না। রান্না করা খাবার পাঠাচ্ছেন পড়শিরাই। অসুস্থ পর্দার ‘শর্মিলা ঠাকুর’ রাতাশ্রী দত্তও। অতনু বসুর ‘অচেনা উত্তম’ ছবিতে তিনি পতৌদি-ঘরনি। ২২ জুলাই ছবি-মুক্তি। চিন্তিত রাতাশ্রী জানান, সোমবার রাতে বৃষ্টিতে ভিজে গিয়েছিলেন। তার পর থেকেই গলায় অসম্ভব ব্যথা। শ্বাসকষ্ট শুরু হয়েছে। কথা বলতে, ঢোঁক গিলতে কষ্ট হচ্ছে। বাড়িতেই কিট দিয়ে পরীক্ষা করে তার পর তিনি চিকিৎসকের কাছে যাবেন। এমনই পরামর্শ দিয়েছেন তাঁর চিকিৎসক। ২০২০-২১-এর মতোই কি বিনোদন দুনিয়া ফের কাবু করোনায়? সরকারি পরিসংখ্যান বলছে, ফি-দিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বলিউডের মতোই টলিউডেও ফ্লোরে ফ্লোরে প্রচণ্ড ব্যস্ততা। অম্বরীশ ভট্টাচার্য এই মুহূর্তে ছোট-বড় পর্দা মিলিয়ে খুবই ব্যস্ত। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘প্রজাপতি’-তে অভিনয়ের পাশাপাশি তিনি ‘খড়কুটো’, ‘গুড্ডি’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। অভিনেতার দাবি, ফ্লোরে এখনও যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হচ্ছে। শ্যুটিং বাদে বাকি সময় মাস্ক পরে থাকছেন সবাই। বেনিয়মের কোনও উপায় নেই। ফলে, সংক্রমণের খবর তাঁর কানে আসেনি। রূপসজ্জাশিল্পী হেমা মুন্সী জানিয়েছেন, সবাই প্রচণ্ড সাবধানী, এ কথা বলা যাবে না। আবার রোগটিকে অবহেলা করছেন, এমনও নয়। সবাই প্রতিষেধক, বুস্টার ডোজ নিয়ে কাজ করছেন। ফলে, ভয়টা তুলনায় কমেছে। তবে মাস্কের ব্যবহার একেবারে বন্ধ হয়নি। সংক্রমণ বৃদ্ধির খবর আসতেই ফের সবাই দূরত্ব বজায় রাখছেন। শ্যুট নেই মানেই সবার মুখ ঢাকা

Share.