বিভিন্ন দেশকে এস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে নিজেদের মজুদে থাকা ৬ কোটি ডোজ এস্ট্রাজেনেকার টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। সোমবার এক টুইটে এ কথা লিখেছেন হোয়াইট হাউজের কোভিড-১৯ বিষয়ক সিনিয়র উপদেষ্টা অ্যান্ডি ক্লাভিট। তিনি টুইটারে লিখেছেন, হাতের নাগালে আসামাত্র অন্য দেশকে এস্টাজেনেকার ৬ কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা দেবে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার বার্তা সংস্থা এপি জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শেষে আগামী কয়েক মাসের মধ্যে এসব ডোজ অন্যদের দিয়ে দেয়া হতে পারে। মার্চে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়ে দেয়, তাদের কাছে থাকা এই টিকার প্রায় ৪ কোটি ডোজ কানাডা এবং মেক্সিকোকে দেয়া হবে। কিন্তু এরই মধ্যে ভারতের অবস্থা বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এ ছাড়া আরো কিছু দেশে অবস্থা শোচনীয়।ফলে এসব দেশকে ওই টিকা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে।

Share.