বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

0

ঢাকা অফিস: দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনাভাইরাসের জন্য পিসিআর পরীক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিভিন্ন জায়গায় (দেশ) এখন নতুন করে কন্ডিশন দেওয়া হচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে এই শর্ত দিয়েছে। সেজন্য গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই টেস্টিং ফ্যাসিলিটিজ তৈরি করা। অন্যান্য দেশেও যেমন আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে যাত্রীরা টেস্ট করতে পারেন। যে যে দেশে যাবে তার যে রকম রিকোয়ারমেন্ট লাগবে, যাতে এয়ারপোর্ট থেকেই সে টেস্ট করে নিতে পারে।’মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘বিমানবন্দরে পিসিআর টেস্ট চালুর ব্যাপারে আজকেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই টেস্টিং ফ্যাসিলিটিজ তৈরি করা। আমাদের আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে তিন জায়গা (বিমানবন্দর) থেকে। প্রাইমারিলি ঢাকা বিমানবন্দরে হবে কিন্তু আলোচনার মধ্যে তিনটি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) এয়ারপোর্টই আছে। আমরা কথা বলে দেখেছি ৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিতে পারবে।’

Share.