শনিবার, ডিসেম্বর ২৮

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পাশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত

0

ঢাকা অফিস: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।অনুমান বয়স (২২) বছর। সোমবার(০৮ জানুয়ারি)রাত সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক (এ এস আই)সানু মং মারমা জানান,আমরা খবর পেয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি।পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,আশেপাশের লোকদের মুখে জানতে পারি ওই যুবক রাস্তা পারাপার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়।পরে রাস্তায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সে মারা যায়।নিতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।ময়না তদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আমরা সিআইডি ক্রাইমসিংকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

Share.