ডেস্ক রিপোর্ট: জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সদের সম্মানে হাসপাতালগুলোর ওপর ফুলের বৃষ্টি ঝরাবে ভারতের বিমানবাহিনীর সদস্যরা। শুক্রবার দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এদিন সন্ধ্যায় বিপিন রাওয়াতে বলেছেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য করোনা-যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নিয়েছে সরকার। এটা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। এমন সম্মান জানালে কাজে তাদের স্পৃহা আরও বেড়ে যাবে। আগামী রোববার এ উপলক্ষে বিমানগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এছাড়া ভারতীয় উপকূলে নোঙ্গর করা জাহাজগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করবে নৌবাহিনী। সেনাবাহিনীর তিন শাখার পক্ষ থেকে ভারতের করোনা যোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হবে বলে জানান বিপিন রাওয়াত। এনডিটিভি জানিয়েছে, ভারতের বিমানবাহিনীর ‘ফ্লাই পাস্ট’এই বিশেষ সম্মান প্রদর্শন করবে । আকাশপথে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং উত্তর-পূর্বের আসম থেকে গুজরাতের কচ্ছ পর্যন্ত পাড়ি দেবে বিমানগুলো। এ সময় হাসপাতালগুলোতে পাপড়ি ছেটাবে তারা। বিভিন্ন জেলায় করোনা-যুদ্ধে ব্যস্ত হাসপাতালগুলোর ওপর হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি বর্ষণ করা হবে। পাশাপাশি হাসপাতালের বাইরে সেনাবাহিনীর সদস্যরা ব্যান্ড বাজাবেন।
বিমান থেকে হাসপাতালে ফুলের বৃষ্টি ঝরাবে ভারতীয় সেনা
0
Share.