বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বিরোধী দলগুলোর সংলাপে আসতে হবে আইন মেনে: আনিসুল হক

0

ঢাকা অফিস: নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে কোনো প্রতিবন্ধকতা নেই, তবে আইন মেনে আলোচনায় আসতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১৫ অক্টোবর) যুগ্ম জেলা জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় আইনমন্ত্রী বলেন, বিচারক সোহেল রানাকে সাজা দেওয়ার বিষয়ে হাইকোর্ট ও বিচারিক আদালতের বিচারকদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তা নিরসন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Share.