বিলুপ্তপ্রায় তক্ষকসহ দুই সহোদর গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৩টার দিকে পূবাইলের সাতপোয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এজাজুল (৩২) ও জহিরুল ইসলাম জহির (৪০)। তারা পূবাইল থানার হারবাইদ আঠাইয়াবাড়ী এলাকায় বসবাস করতেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বিদেশে পাচারের উদ্দেশ্যে কালোবাজারের মাধ্যমে চোরাচালানের চেষ্টা করছিল গ্রেপ্তার দুই ব্যক্তি। তাদের কাছ থেকে একটি ধূসর ছাপযুক্ত বিলুপ্তপ্রায় “তক্ষক” উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলার পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.