সোমবার, ডিসেম্বর ২৩

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মেয়েদের দলে করোনা ভাইরাসের ধাক্কা

0

স্পোর্টস ডেস্ক: প্রথম বিশ্বকাপ খেলতে নিউ জিল্যান্ড যাওয়ার আগের নিয়মিত কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন স্কোয়াডের তিন জন। তাদেরকে ছাড়াই মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে রওনা হয়েছে বাংলাদেশ দল। এই তিন জনের মধ্যে ক্রিকেটার একজন, সহকারী কোচ একজন ও বাকি আরেকজন ট্রেনার। এখন তারা আইসোলেশনে আছেন। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ দল ঢাকা ছেড়েছে বৃহস্পতিবার দুপুরে। ৮ দলের টুর্নামেন্ট শুরু হতে বাকি আছে এক মাস। তবে কোয়ারেন্টিন শেষে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ও পর্যাপ্ত প্রস্তুতি নিতে আগেভাগেই চলে যাচ্ছে দল।আগে কখনোই নিউ জিল্যান্ডে কোনো ধরনের ম্যাচ খেলেনি বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতিতে ঘাটতি না রাখতে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে বিসিবি। এরপর আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচও থাকবে দুটি। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৫ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

Share.