স্পোর্টস রিপোর্ট: তারকখচিত ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে নিজের নাম দেখে ফরোয়ার্ড পেড্রো তা উদ্যাপনে করেছেন অভিনবভাবে। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্যই স্মরণীয় ঘটনা। এর উদ্যাপনটাও তাই হতে হবে একটু ব্যতিক্রমী। তবে পেড্রো যেন ছাপিয়ে গেছেন সবাইকে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসরের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এই ফরোয়ার্ড। ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর কোপা লিবের্তাডোরেস জয়ের পথে আসরের সর্বোচ্চ ১২ গোল করেন পেড্রো। মৌসুমজুড়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কারই তিনি পেয়েছেন। স্বাভাবিকভাবেই তিতের মুখে নিজের নাম শোনার পর পেড্রোর ভেতর খেলে যায় আবেগের ঢেউ। পরিবারের সঙ্গে মেতে ওঠেন উল্লাসে। তখনই বান্ধবী ফার্নান্দ নগেইরাকে চমকে দেন হাঁটু গেড়ে আংটি হাতে বিয়ের প্রস্তাব দিয়ে। ঘটনার আকস্মিকতায় বিস্মিত নগেইরা প্রস্তাবে সাড়া দিয়ে পেড্রোকে দ্বিগুণ আনন্দে ভাসান।

Antonio Guterres, UN High Commissioner for Refugees UNHCR at a Press Conference after 66th session of Excom. 9 October 2015. UN Photo / Jean-Marc Ferré
বিশ্বকাপ দলে ডাক পেয়েই বান্ধবীকে বিয়ের প্রস্তাব
0
Share.