বিশ্বকাপ বাছাইয়ের খেলায় ইংল্যান্ডের গোল উৎসব

0

স্পোর্টস ডেস্ক:  ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের মাঝে পার্থক্য যেমন, মাঠের লড়াইয়েও ঠিক তাই ফুটে উঠল। ন্যূনতম প্রতিরোধও গড়তে পারল না শক্তিতে অনেক পিছিয়ে থাকা অ্যান্ডোরা। দাপুটে পারফরম্যান্সে পুরোটা সময় চাপ ধরে রেখে প্রত্যাশিত জয় নিয়ে ফিরল গ্যারেথ সাউথগেটের দল। অ্যান্ডোরার মাঠে স্কোরলাইনটাও হয়েছে প্রত্যাশিত। বিশ্বকাপ বাছাইপর্বে শনিবার রাতে ‘আই’ গ্রুপের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে ইংল্যান্ড। বেন চিলওয়েলের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। আর দ্বিতীয়ার্ধে একে একে জালে বল পাঠান ট্যামি আব্রাহাম, জেমস ওয়ার্ড-প্রাউস ও জ্যাক গ্রিলিশ। গত মাসে ঘরের মাঠে র্যাঙ্কিংয়ের ১৫৬তম দলটিকে ৪-০ গোলে হারিয়েছিল গত ইউরোর রানার্সআপরা। আগের ম্যাচের একাদশ থেকে ১০ পরিবর্তন এনে মাঠে নামা ইংল্যান্ড প্রায় ৮৫ শতাংশ সময বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৭টি শট নেয়, যার আটটি ছিল লক্ষ্যে। পুরো ম্যাচে একটি মাত্র শটই নিতে পারে অ্যান্ডেরা।  প্রথম পাঁচ রাউন্ডে সবকটিতে জয়ের পর গত মাসে পোল্যান্ডের মাঠে ১-১ ড্র করেছিল ইংল্যান্ড। ওই ম্যাচে যোগ করা সময়ে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছিল তারা। দুর্বল প্রতিপক্ষ পেয়ে সহজেই জয়ের পথে ফিরল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে পৌঁছে গেল গ্যারেথ সাউথগেটের দল। গ্রুপের দুই নম্বর দল আলবেনিয়ার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে ইংল্যান্ড। বাকি আছে তিন রাউন্ড। ইংল্যান্ডের পুরুষ ফুটবলের ইতিহাসে এই ম্যাচেই প্রথম মাঠের তিন রেফারির সবাই ছিলেন নারী; প্রধান রেফারি ইউক্রেনের কাতেরিনা মনজুল, দুই সহকারী তারই স্বদেশি মারিনা স্ত্রিলেৎস্কা স্ভিৎলানা গ্রুশাকো। ভিডিও অ্যাসিসটেন্স রেফারির দায়িত্বে ছিলেন নারী, ফ্রান্সের স্তেফানি ফ্রাপা।

Share.