সোমবার, জানুয়ারী ২০

বিশ্বজুড়ে বড়দিন উদযাপনের প্রস্তুতি

0

ডেস্ক রিপোর্ট: দেশে দেশে বড়দিন উদযাপনে চলছে প্রস্তুতি। এরই মধ্যে রাস্তাঘাট, দোকানপাট ও দর্শনীয় স্থান রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। তবে করোনা মহামারিতে বাড়তি সতর্কতা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ক্রোয়েশিয়ার জাগ্রেবের আলোকসজ্জা বলে দেয় বড়দিন এসে গেছে। রাস্তাঘাট, পার্ক, দোকানপাট ও বিভিন্ন প্যাভিলিয়নে উৎসবের আমেজ। তবে মহামারীর কারণে আগে মতো উপচে পড়া ভিড় নেই। সংক্রমণ ঠেকাতে ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। মহামারির মধ্যেই বড়দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন ইতালীয়রাও। নানা ধরনের উপহারের পসরা সাজিয়ে বসেছে দোকানগুলো। বড়দিন ও নতুন বছরের বর্ণিল সাজে তুষার শুভ্র রাশিয়ার মস্কোর নিকোলস্কায়া হয়ে উঠেছে অপরূপা। সেন্ট্রাল স্কয়ারের পাশাপাশি মানেঝনায়া স্কয়ারে ঐতিহ্যবাহী ক্রিস্টমাস মেলার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে করোনার ঝুঁকি নিয়ে কতটা উপভোগ করা যাবে তা নিয়ে সন্দিহান রুশরা। একজন বলেন, এখনো বুঝতে পারছি না এ বছর উৎসবে অংশ নেব কি না। পরিবারকে সময় দিতে শহরের বাইরে থাকবো। তাই এখনো নিশ্চিত না। বিধিনিষেধ শিথিল করায় দোকানপাট খুলতে শুরু করেছে বেলজিয়ামে। ব্রাসেলসে ক্রিস্টমাস ট্রিসহ বিভিন্ন জায়গায় বড়দিনের সাজসজ্জা করা হয়েছে। তবে করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। করোনায় এবার জার্মানিতে বড়দিনের উৎসবে ভাটা পড়েছে। বেশিরভাগ শহরেই ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন বাতিল করা হয়েছে

Share.