ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে হঠাৎ করে ডাউন হয়ে গেছে গুগল, জিমেইল ও ইউটিউব। তবে বাংলাদেশ থেকে ঠিকই ব্যবহার করা যাচ্ছে গুগল, জিমেইল ও ইউটিউব। গ্রিনিচ মান সময় ১১টা ৫৬ মিনিটে সমস্যা দেখা দেয়। এর ফলে ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। কি কারণে এই সমস্যা হয়েছে সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি গুগল। ব্রিটেনভিত্তিক দ্য মিরর বলছে, তারা এই তিনটি ওয়েবসাইটেই প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। জিমেইলে প্রবেশের চেষ্টা করলে ‘উপস…সিস্টেমে সমস্যা হয়েছে, আবারও চেষ্টা করুন’ লেখা বার্তা ভেসে উঠছে। আর ইউটিউবে একটি বানরে ছবি এবং ‘কিছু সমস্যা হয়েছে’ বার্তা ভেসে উঠছে। এদিকে গুগলের সার্চ ইঞ্জিনও ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছে দ্য মিরর। তারা বলছে, কিছু সার্চ করলেই এরর ম্যাসেজ আসছে। সেখানে বলা হচ্ছে, ত্রুটিযুক্ত তাই সার্ভার অনুরোধটি প্রক্রিয়া করতে পারছে না। আবারও চেষ্টা করা উচিত নয়।
বিশ্বজুড়ে হঠাৎ ডাউন গুগলের সার্ভিস, তবে বাংলাদেশে স্বাভাবিক
0
Share.