বিশ্বব্যাংক, আইএমএফ ও জি-২০ থেকে বহিষ্কার এড়াতে ব্রাজিলের সাহায্য চেয়েছে রাশিয়া

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে সামরিক অভিযানের জেরে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। তবে এ তিনটি সংস্থা থেকে বহিষ্কার হওয়া ঠেকাতে ব্রাজিলের সহায়তা চেয়েছে মস্কো। গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েদেসকে এক চিঠিতে লিখেছেন,‘আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা ও বহুজাতিক সংগঠনগুলো রাশিয়ার প্রতি যে বিমাতাসুলভ আচরণ করছে, রাজনৈতিক কারণে দোষারোপ করছে, তা রুখে দেওয়ার জন্য ব্রাজিলের সমর্থন দরকার।’ চিঠিতে আরও বলা হয়,‘আইএমএফ ও বিশ্বব্যাংকের নীতিনির্ধারণের প্রক্রিয়া থেকে রাশিয়াকে বের করে দিতে অথবা দেশটির ক্ষমতা সীমিত করতে গোপনে কাজ করা হচ্ছে।’ এতে আরও বলা হয়,‘আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের অবরোধের কারণে রাশিয়া অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে সংকটময় পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে।’ ‘ব্রাজিল যা করতে পারে…আলোচনার পথ খোলা রাখা খুবই প্রয়োজন। আমাদের সেতুবন্ধন হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমরা মনে করি এই সেতুবন্ধন রক্ষা করা উচিত।’-যোগ করেন রাশিয়ার অর্থমন্ত্রী। অবশ্য গত ২৫ মার্চ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লস ফ্রান্কা বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক ফোরাম-জি-২০, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)সহ অন্যান্য সংগঠনের কার্যক্রম পুরোপুরি সক্রিয় রাখার জন্য রাশিয়াসহ সব দেশের অংশগ্রহণ থাকা প্রয়োজন।

 

Share.