ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ২৩৮ জন। সেই সাথে ভাইরাসটির কারণে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ লাখ ৯৭ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুসারে, প্রাণঘাতী এ ভাইরাসের কবল থেকে ইতোমধ্যে সেরে উঠেছেন ১ কোটি ৪৬ লাখের অধিক মানুষ।এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ছাড়িয়ে গেছে। জন হপকিন্সের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ৫৬ লাখ ২১ হাজার ৩৫ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৩৪৩ জন, খবর সিনহুয়া।এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।অন্যদিকে, ভারতে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৪৯ জন। দেশটিতে রয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। সেখানে মহামারি শুরু হওয়ার পর থেকে শনাক্ত হয়েছেন ২৯ লাখের অধিক রোগী।দক্ষিণ আমেরিকার ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে নিশ্চিতভাবে ৩৫ লাখ ৩২ হাজার ৩৩০ জন আক্রান্ত এবং ১ লাখ ১৩ হাজার ৩৫৮ জন মারা গেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো শুক্রবার বলেছেন যে করোনাভাইরাসের আঘাতের পর তার দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪০১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৬১ জনে।শুক্রবার (২১ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বব্যাপী করোনা রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ছাড়াল
0
Share.