স্পোর্টস রিপোর্ট: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ ৩৫তম জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ মার্চ আজকের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব। নিজের ক্রিকেটীয় প্রতিভা দিয়ে বিশ্ব সেরাদের কাতারেও নাম তুলেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময় তো বটেই বরং বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন এই বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার জাতীয় দলের সতীর্থরা। সাকিবেরর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা লিখেছে, আজ এমন একজনের জন্মদিন যিনি ১০হাজারের ওপরে রান আর ৫০০ এর ওপরে উইকেটের মালিক। বিশ্ব ক্রিকেটে এমন নজির আছে মাত্র ৩ জন ক্রিকেটারের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট আর তৃতীয় সর্বোচ্চ রানের মালিকও।বাংলাদেশের অনেক জয়ের মহানায়ক এই সাকিব। বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। এমন অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি যে রেকর্ড বাংলাদেশের কোন ক্রিকেটারই আগে করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বা ব্যাট হাতে আবার কখনো বোলিং দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও সাকিব নিজের দাপট ধরে রেখেছেন। সাকিবের ক্রিকেট ক্যারিয়ার : টেস্ট ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৫৯ টি, ব্যাট করেছেন ১০৯ ইনিংস, রান ৪০২৯, গড় ৩৯.৫০, শতক ৫ টি, অর্ধশতক ২৬ টি, উইকেট ২১৫ টি, ইনিংসে ৫ উইকেট ১৮ বার ওডিআই ক্রিকেট ম্যাচ খেলেছেন ২২১ টি, ইনিংস ২০৯ টি, রান ৬৭৫৫, গড় ৩৭.৭৩, স্ট্রাইক রেট ৮২.২৫, শতক ৯ টি, অর্ধশতক ৫০ টি, উইকেট ২৮৫ টি, বোলিং গড় ২৯.৪৭, ইনিংসে ৫ উইকেট ৩ বার টি-২০ ক্রিকেটে ৯৫ ম্যাচে রান ১৯০৮, ৯টি ফিফটি, উইকেট ১১৯ টি, ইনিংসে ৫ উইকেট ১ বার। এছাড়া খেলেছেনের বিভিন্ন দেশের লিগে। ব্যক্তিগত জীবন : ২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুই কন্যা এবং একটি পুত্র সন্তানের জনক।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৫তম জন্মদিন আজ
0
Share.