শনিবার, নভেম্বর ২৩

বিশ্বে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৬ লাখ ছাড়িয়েছে

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা আট লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা দুই কোটি ৪৬ লাখের বেশি। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭০ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। শুক্রবার করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়। সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৬০ লাখ ৪৬ হাজারের বেশি এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।  আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৬৪ হাজার ৪৯৩ জন। মারা গেছেন মোট ১ লাখ ১৮ হাজার ৭২৬ জন।  মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ হাজার ৫৯৪ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৯১৪ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৬১ হাজার ৬৯৪ জন। এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৩৬ জন। এতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ চার হাজার ৫৮৩ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১২৭ জনে।

Share.