রবিবার, নভেম্বর ২৪

বিশ্বে এক দিনে করোনা শনাক্ত কমেছে ৯৯ হাজার

0

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৬৮ জনের। করোনাভাইসের সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন ২০ লাখ ১৭ হাজার ৩৪৮ জন। ওই সময়ে মারা যায় ১১ হাজার ২১২ জন। তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯টা (বাংলাদেশ সময়) পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত হয়েছে ৪২ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৩৫০ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছে ৫৮ লাখ ৯১ হাজার ৯৫৮ জন। আর সুস্থ হয়েছে ৩৪ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৯২৮ জন। বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু ও সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২৪ লাখ ৫৩১। এ ছাড়া মৃত্যু হয়েছে মোট নয় লাখ ৫৮ হাজার ৩০০ জনের। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ২৮ লাখ এক হাজার ৩২৬ জন সংক্রমিত হয়েছে। মারা গেছে পাঁচ লাখ ১১ হাজার ২৬২ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share.