রবিবার, নভেম্বর ২৪

বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে দশটা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৯৭ হাজার ৩৪৭ জন। আর এ সময়ে সুস্থ্য হয়েছেন ৩৮ লাখ ৪১ হাজার ৫৩৯ জন। এদিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৯৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৮০৩ জনের। এছাড়া যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২০ লাখ ২২ হাজার ৪৮৮ জনে। সারা বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। অধিক মানুষের নমুনা পরীক্ষার ফলে যুক্তরাষ্ট্রে এতো বেশি সংখ্যক করোনা শনাক্ত হচ্ছে বলে অনেকে মনে করছেন। অন্যান্য দেশগুলোতে নমুনা পরীক্ষার সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক অনেক কম। সে কারণেই সে সব দেশে শনাক্তের সংখ্যাও কম দেখা যাচ্ছে। এদিকে মার্কিন স্বাস্থ্য সংস্থা ‘হার্ভার্ডস গ্লোবাল হেলথ ইন্সটিটিউট’র প্রধান আশিস ঝাঁ বলেছেন  চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখে গিয়ে দাঁড়াতে পারে।

Share.