বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ লাখের কাছাকাছি

0

ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে বিশ্বের নতুন নতুন স্থান। এখন পর্যন্ত বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৩৯ হাজার ৪২৪ জন। মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৩৩৬ জন। সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ২০৮ জন। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানা যায়। জানা যায়, এখন পর্যন্ত বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটিতে মোট আক্রান্ত হন ২১ লাখ ১৬ হাজার ৯২২ জন। মারা যান ১ লাখ ১৬ হাজার ৮২৫ জন। এরপর আছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হন ৮ লাখ ২৯ হাজার ৯০২ জন, মারা যান ৪১ হাজার ৯০১ জন। তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত হন ৫ লাখ ১১ হাজার ৪২৩ জন, মারা যান ৬ হাজার ৭১৫ জন। চতুর্থ অবস্থানে ভারত। দেশটিতে মোট আক্রান্ত হন ৩ লাখ ৯ হাজার ৬০৩ জন, মারা যান ৮ হাজার ৮৯০ জন। পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্ত হন ২ লাখ ৯২ হাজার ৯৫০ জন, মারা যান ৪১ হাজার ৮৮১ জন।  অন্যদিকে আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৯ নম্বরে। করোনাভাইরাসের উতপত্তি স্থান চীন আছে ১৮ তম অবস্থানে।  উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে শুক্রবার পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৭১ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে।

Share.