বিশ্বে ১০০ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড যুক্তরাষ্ট্রে

0

ডেস্ক রিপোর্ট: পৃথিবীর মাটিতে সর্বোচ্চ তাপমাত্রা কতই হতে পারে? যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে স্থানীয় সময় রোববার ১৩০ ফারেনহাইট অর্থাৎ ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার একটি বিদ্যুৎকেন্দ্রে কারিগরি বিভ্রাটে ক্যালিফোর্নিয়ায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় লোকজন চরম দুর্ভোগে পড়ে। বিবিসির খবরে বলা হয়, দেশটির পশ্চিম উপকূল জুড়ে তাপপ্রবাহ চলতে থাকায় এই সপ্তাহে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে পূর্বাভাসে জানা গেছে। এর আগে, ২০১৩ সালে এই ডেথ ভ্যালিতেই তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তবে প্রায় এক শতাব্দী আগে ওই স্থানের তাপমাত্রা ৫৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কথা জানা যায়। বেশ কিছু আবহাওয়া বিশেষজ্ঞ অবশ্য মনে করেন ওই তাপমাত্রা পরিমাপে ভুল ছিল। এ ছাড়া ১৯৩১ সালে তিউনিসিয়াতে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের কথা জানা গেলেও আবহাওয়া বিশেষজ্ঞ ও ইতিহাসবিদ ক্রিস্টোফার বার্ট মনে করেন, উপনিবেশিক যুগে আফ্রিকায় রেকর্ড করা আরো বেশি কিছু তাপমাত্রার নির্ভরযোগ্যতা নিয়ে মারাত্মক সন্দেহ রয়েছে।

Share.