বুধবার, জানুয়ারী ২২

বিশ্বে ২৪ ঘণ্টায় আক্রান্তের অর্ধেকই ভারতে

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষ। তবে এর অর্ধেকই আক্রান্ত হয়েছে ভারতে। যা বিশ্বে একদিনে আক্রান্তের রেকর্ড। ভারতই বিশ্বের প্রথম দেশ যেখানে একদিনে সাড়ে ৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।বিশ্বজুড়ে একদিনে করোনায় ৭ লাখ ২৭ হাজার ৪২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে কেবল ভারতেই আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন। সংক্রমণের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৮১২ জনের।ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে। এমনকি ২৪ ঘণ্টায় সংক্রমণের হার পুরো মহামারি সময়ের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ যতজনের করোনা পরীক্ষা হয়েছে তাদের প্রতি চারজনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।সবমিলিয়ে ভারতে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে মোট মৃত্যুও ১ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে। আর গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ।সক্রিয় রোগী বৃদ্ধি পাওয়ায় ভেঙে পড়েছে স্বাস্থ্যখাত। হাসপাতালে ঘুরেও বেড পাচ্ছে না রোগীরা। অনেক হাসপাতালেই একই বেডে একাধিক রোগীকে থাকতে হচ্ছে। পাশাপাশি অক্সিজেনের অভাবও প্রকট হয়ে দেখা দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশ ভারতকে সহায়তায় এগিয়ে এসেছে।

Share.