বুধবার, জানুয়ারী ২২

বিশ্ব জুনিয়র দাবায় নোশিন-স্বর্ণাভোর হার

0

স্পোর্টস ডেস্ক: ভারতের নয়াদিল্লীতে বিশ্ব জুনিয়র (অনুর্ধ-২০) ওপেন এবং বালিকা দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে হেরে গেলেও দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের দুই খেলোয়াড় ঘুরে দাঁড়ান। দ্বিতীয় রাউন্ডের খেলায় ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ইকুয়েডরের আন্তর্জাতিক মাস্টার ওরটিজ ভারডেজোটো আনাহিকে হারান এবংস্বর্ণার্ভো চৌধুরী ভারতের আন্তর্জাতিক মাস্টার নীলেস সাহার সাথে ড্র করেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলা উভয়েই হেরে গেছেন। স্বর্ণাভো ভারতের ফিদেমাস্টার নিতিশ বেলুরকারের কাছে এবং নোশিন পোল্যান্ডের ফিদেমাস্টার ডয়েলিভিচ ক্যাটরিনার কাছে হেরে যান।

Share.