ঢাকা অফিস:বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে স্থানীয় সময় বেলা ৩টায় বিমসটেক ইয়্যুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ পরামর্শ দেন। প্রধান উপদেষ্টা বলেন, নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে হবে। নতুন সভ্যতা গড়তে হলে নতুন পথ বেছে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একইসঙ্গে উপস্থিত সাংবাদিক ও নতুন উদ্যোক্তাতের প্রশ্নের উত্তর দেন ড. মুহাম্মদ ইউনূস। এর আগে সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। দুপুর ১২টার দিকে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।
বিশ্ব পরিবর্তন করতে চাইলে নিজ গ্রামের উন্নয়ন থেকেই শুরু করুন: ড. ইউনূস
0
Share.