শনিবার, নভেম্বর ২৩

বিশ্ব বাজারে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি

0

ডেস্ক রিপোর্ট: বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার খবরে বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশ বেড়ে যায়। তবে সর্বশেষ তথ্য মতে, ৩ শতাংশ বেশি দামে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেচাকেনা চলছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিশ্ববাজারে তেলের দাম। অয়েলপ্রাইস জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা নাগাদ অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ০৬ শতাংশ অর্থাৎ ২ দশমিক ০৩ মার্কিন ডলার বেড়ে গেছে। সর্বশেষ তথ্যমতে, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬৯ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত হালকা তেলের দাম ১ দশমিক ৫২ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৬২ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ। গতকাল শুক্রবার সকালে ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় কাসেম সোলেইমানিসহ আটজন নিহত হন। এদের মধ্যে ইরাকি শিয়া মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিসও ছিলেন। ইরানের রেভ্যলুশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান ছিলেন জেনারেল কাসেম সোলেইমানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়। অন্যদিকে এ হামলাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলছে ইরান। কঠিন বদলা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। ইরান প্রতিশোধমূলক হামলা চালালে বিশ্ববাজারে ফের বেড়ে যেতে পারে তেলের দাম। এদিকে হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই সোলায়মানির ওপর হামলায় অভিযান পরিচালিত হয়। ইরানের বিপ্লবী গার্ডসও জেনারেল কাসেমের মৃত্যুর কথা স্বীকার করেছে। তারা বলেছে, মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। মার্কিন বিমান হামলার কড়া সমালোচনা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, দায়েশ জঙ্গি হটানোর কারণেই প্রতিশোধপরায়ন হয়ে কুদস বাহিনীর প্রধানকে হত্যা করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মার্কিন এই আচরণকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে।

Share.