শুক্রবার, ডিসেম্বর ২৭

বিশ্ব মানবাধিকার দিবসে বিএনপি ও সমমনা জোটের মানববন্ধন

0

ঢাকা অফিস: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি। পাশাপাশি সারাদেশেও একই কর্মসূচি পালন করছে রাজপথের বিরোধীদল। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষে দলটির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর প্রথম সারাদেশে জমায়েত করলো দলটি। এর আগে গত ৪ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। এদিকে, জামায়াতে ইসলামী ও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলসহ বিএনপির সমমনা জোটগুলোও একই কর্মসূচি পালন করছে। এছাড়াও, গণতন্ত্র মঞ্চ জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে ও কারওয়ান বাজার বিটিএমসি ভবনের সামনে, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স এলাকায়, এলডিপি জাতীয় প্রেসক্লাবের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি হাইকোর্ট কদমফুল ফোয়ারার উল্টো দিকে, গণঅধিকার পরিষদ বিজয় নগর পানির ট্যাংকের সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে, গণঅধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান) পুরানা পল্টন দলীয় অফিসের সামনে, লেবার পার্টি তোপখানা রোডস্থ মেহরাব প্লাজার সামনে, এবি পার্টি বিজয়নগর ৭১ হোটেলের সামনে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে  একই কর্মসূচি পালন করছে।

Share.