‘বিসিবি টিভি’ নামে নিজস্ব টিভি আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে : নাজমুল হাসান পাপন

0

স্পোর্টস ডেস্ক:  দীর্ঘদিন ধরেই নিজস্ব টিভি চ্যানেল আনার পরিকল্পনার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১২ জুন) অষ্টম বোর্ড সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘বিসিবি টিভি’ নামে নিজস্ব টিভি আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিভির অনুমোদন পেয়ে গেলে খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব। আমরা দেখছি যে, যে সমস্ত খেলাগুলো দেখায়- শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা; ওদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর খেলা দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোতে কোনো আগ্রহ নেই। আমাদের কাছে মনে হয়েছে, এভাবে বসে থাকা যায় না। পাপন বলেন, এবারও আয়ারল্যান্ড (এওয়ে) সিরিজে কিন্তু আমরা পাচ্ছি না, কেউ কিন্তু দেখাচ্ছে না। আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করবো। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। 

Share.